৫ জানুয়ারি থেকে সদর অনূর্ধ্ব-১৫ শুরু ১ম দিনে জিবি চাম্পামুরা, শতদল-মৌচাক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে এবার শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ৫ জানুয়ারি থেকে সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে বলে ইতোমধ্যে ক্রীড়া সূচি ও ঘোষণা করা হয়েছে। অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে কনভেনার মনীষ ঘোষ ক্রীড়া সূচি ঘোষণা করেছেন। পাশাপাশি এবারকার এই টুর্নামেন্ট চারটি পৃথক পৃথক গ্রাউন্ডে – নরসিংগড় পঞ্চায়েত মাঠ, তালতলা স্কুল গ্রাউন্ড, নীপকো ক্রিকেট গ্রাউন্ড এবং ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। প্রথম দিন যদিও একই সঙ্গে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে জিবি প্লে সেন্টার খেলবে চাম্পামুরা কোচিং সেন্টারের বিরুদ্ধে। খেলা হবে নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে। অপর খেলায় শতদল সংঘ কোচিং সেন্টার খেলবে মৌচাক কোচিং সেন্টারের বিরুদ্ধে। খেলা হবে নীপকো মাঠে। উল্লেখ্য, গ্রুপে এ-তে আরও দুটো দল হলো এডি নগর প্লে সেন্টার, কর্নেল কোচিং সেন্টার এবং মডার্ন ক্রিকেট একাডেমী। তেমনি গ্রুপ বি-র আটটি দল হলো: এনএসআরসিসি, ক্রিকেট অনুরাগী, এগিয়ে চলো সংঘ, দশমী ঘাট কোচিং সেন্টার, তরুণ সংঘ, প্রগতি প্লে সেন্টার, জুয়েলস কোচিং সেন্টার এবং জুট মিল কোচিং সেন্টার। গ্রুপ লীগ পর্যায়ের খেলা গুলি চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অতঃপর ৩১ জানুয়ারি থেকে সুপার ফোর-এর খেলা হবে দুই দিনের ম্যাচ হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *