নেশা সামগ্রী সহ ধৃত এক

ধর্মনগর, ২৯ ডিসেম্বর : রাজ্যের বিভিন্ন স্থানে নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাতে একের পর এক সাফল্য আসতে শুরু করেছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নয়া পাড়ায় অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, রাজ্য গোয়েন্দা দপ্তরের তৎপরতায় শুক্রবার সকালে দক্ষিণ নয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে নেশা কারবারি মিহির লাল দাসকে (৪৮) বাইক সহ গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি রাজবাড়ি, ধর্মনগর পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডে। তার সাথে একান্নটি ব্রাউন সুগারের কৌটা পাওয়া যায়। ব্রাউন সুগারসহ মিহির লাল দাসকে গ্রেফতার করে ধর্মনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।