নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুক্রবার দিল্লিতে দেখা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রায় এক ঘণ্টা ধরে দুই নেতার মধ্যে বৈঠক চলে। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে বিভাগ বণ্টন নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
মোহন যাদবের মন্ত্রিসভার ২৮ জন মন্ত্রী ২৫ ডিসেম্বর শপথ গ্রহণ করেন। এর আগে দুই মধ্যপ্রদেশে দুজন উপমুখ্যমন্ত্রীও শপথ নিয়েছেন। বর্তমানে এই মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়নি। এই বৈঠকের পর মন্ত্রীদের নাম ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বিজেপির জাতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়।