ঋণের টাকা পরিশোধের জন্য বলায় গভীর রাতে পাওনাদারের বাড়িতে হামলা

উত্তর দিনাজপুর, ২৯ ডিসেম্বর (হি.স.) : বৃহস্পতিবার বশি রাতে রায়গঞ্জের তুলসিতলায় এক পাওনাদারের বাড়িতে সপরিবারে হামলা চালায় অভিযুক্ত ঋণগ্রস্ত।

আসবাব ভাঙচুর হয়। তরুণীর হাতের আঙুল কামড়ে দেয় উন্মত্ত পড়শি যুবক।
এই ঘটনায় শুক্রবার এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। গুরুতর জখম তরুণীকে বাড়ি থেকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত পরিবারের তরফে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে শুক্রবার রায়গঞ্জ পুলিশ সুপার সানা আকতার বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে।”
তরুণীর দাবি, বছরখানেক ধরে লোনের টাকা পরিশোধ না করায় বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছিলাম। রাতে হঠাৎ প্রতিবেশী পরিবারের এক মহিলা-সহ তিনজন আমাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। আমার শরীরে গরম জল ছুড়ে মারে। আলমারি, ফ্রিজা ভেঙে দেওয়া হয়। বাধা দিতে গেলে আমার ডান হাতের আঙুল কামড়ে দেয় প্রতিবেশী যুবক। তার পর বাঁ হাতের আঙুলে কামড়ায়।” এমনকি শ্লীলতাহানি করা হয় বলেও দাবি তরুণীর।
বছর দুই আগে রায়গঞ্জের পার্বতীসুন্দরী বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকার এক বধূ বেসরকারি ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা ঋণ নেন। তার মধ্যস্থতা করেন জখম তরুণীর মা। প্রথম একবছর ঋণের কিস্তির টাকা শোধ করেন ওই মহিলা। এই বছরে একবারও কিস্তির টাকা জমা দেননি বলেই অভিযোগ।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঋণদাতার বাড়িতেই স্বামী, স্ত্রী, ছেলে এবং বিবাহিত কন্যা তাণ্ডব চালায়। অভিযুক্তরা শাসকদলের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে। তাই স্থানীয় বাসিন্দারা মুখ খুলছেন না বলেই দাবি জখম তরুণীর।