রায়গঞ্জে দিদির কোল থেকে পড়ে মৃত্যু ছোট্ট শিশুর

উত্তর দিনাজপুর, ২৯ ডিসেম্বর (হি.স.): দিদির কোল থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে। মৃত শিশুর নামে শামিমা খাতুন। অসাবধানতাবশত শিশুটি তার দিদির কোল থেকে পড়ে যায় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। আঘাত পাওয়ার পর শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শেষরক্ষা হয়নি।

জানা গিয়েছে, শিশুটির বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের করণদিঘি থানার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের সাবধান সংলগ্ন কেশবপুর গ্রামে। গোটা ঘটনায় পরিবারে শোকের ছায়া। শিশুটির মৃত্যুর ঘটনায় রায়গঞ্জ থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল নয়টা নাগাদ চার মাসের শিশুটি তার দশ বছরের দিদির কোলে ছিল। শিশুটিকে নিয়ে তাঁর দিদি শোবার ঘর থেকে বাইরে বেরিয়ে আসছিল। বারান্দার সিঁড়ি থেকে নামার সময় দিদির হাত ফস্কে কোল থেকে পড়ে যায় শিশুটি। তার মাথায় গুরুতর আঘাত লাগায় সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। বাড়িতে জানাজানি হতেই হইচই পড়ে যায়।

পরিবারের লোকজন তৎক্ষণাৎ শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। প্রথমে ওই তাকে রসাখোয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবার তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়। শিশুটির চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।