মহারাষ্ট্রের থানে জেলায় কারখানায় আগুন, হতাহতের খবর মেলেনি

থানে, ২৯ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের থানে জেলার শিল্পাঞ্চল এলাকার একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। শুক্রবার এক পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের থানে জেলার তালোজা এমআইডিসি এলাকায় প্যাকেজিং ইউনিটে বিধ্বংসী আগুন লাগে। যদিও আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
তালোজার দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় দমকলকর্মী এবং আশেপাশের দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানাটির অনেকখানি পুড়ে গেছে। পুলিশ আগুন লাগার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।