ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। স্লিম এন্ড ফিট ইনস্টিটিউটের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো আজ। বেলা ১১ টায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে মনোজ্ঞ এক অনুষ্ঠানে স্লিম এন্ড ফিট ইনস্টিটিউট এর পক্ষ থেকে সাফল্য অর্জনকারী ১৬ জন কোর্স সম্পূর্ণ যাঁরা করেছেন, তাদের প্রত্যেকের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে স্লিম এন্ড ফিট ইনস্টিটিউশনের ফাউন্ডার লিপিকা সাহা, সিইও ভূপেন্দ্র সাহা, ফ্যাকাল্টি মেম্বাররা উপস্থিত ছিলেন। সম্প্রতি এই ইনস্টিটিউশনে নতুন প্রশিক্ষণ প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া চলছে বলে ইনস্টিটিউশন প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যক্ত করেছেন। এছাড়া, আগামী দিনেও সংস্থার সাফল্য লাভে প্রত্যেকের সহযোগিতা চেয়েছেন।