রামনগর, ২৯ ডিসেম্বর (হি.স.) : এবার চারশো আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বিজেপি।’ পূর্ব মেদিনীপুরের সভা থেকে গণনায় কারচুপির অভিযোগ তুলে একথা বলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার জেলার রামনগরে বিজেপির বুথকমিটির সভা থেকে দলীয় কর্মীদের আগামী নির্বাচনে জয়ের জন্য ঝাঁপানোর আহ্বান জানান তিনি ।
এদিনের সভা থেকে ফের শাসকদল তথা বিরোধী আইএনডিআই জোটকেও তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা ।সেইসঙ্গে তমলুক, দাঁতন, নারায়ণগড়, মহিষাদলে ‘সামান্য ভোটে’ হারের কারণও দর্শালেন তিনি। এদিন শুভেন্দু বলেন ‘মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তেলঙ্গানায় বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। মমতা বলেছিলেন সেমিফাইনালেই হারবে বিজেপি, সেমিফাইনালে ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে। ৪০০ আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বিজেপি।’
এদিন তিনি আরও বলেন, ‘কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীই জিতবে। পঞ্চায়েত নির্বাচনে লুঠ হয়েছে, গণনাকর্মীদের সঙ্গে যোগসাজস করেছিল শাসক দল। তমলুক, দাঁতন, নারায়ণগড়, মহিষাদলে সামান্য ভোটে হেরেছে বিজেপি। হারের একমাত্র কারণ গণনায় কারচুপি। শাসক দলের দুর্নীতি সামনে এসেছে, এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষমতা কারও নেই। মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করুন, বুথে কর্মী সংখ্য়া আরও বাড়াতে হবে। ৫ জানুয়ারি ভোটার তালিকা বেড়েছে, বিডিওরা আইপ্যাকের কথায় কারচুপি করলে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করুন। তথ্য সংগ্রহ করে বিজেপি নেতাদের কাছে পৌঁছে দিন।

