আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে শীতকালীন অধিবেশন, চলবে ১১ জানুয়ারি পর্যন্ত

আগরতলা, ২৮ ডিসেম্বর: আগামী ৫ জানুয়ারি থেকে ত্রিপুরা বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হবে। ৫ দিনের ওই অধিবেশন চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আজ বিজনেস এডভাইজারি কমিটির(বিএসি) বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, আজ বিধানসভায় শীতকালীন অধিবেশন নিয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথা অনুযায়ী প্রত্যেক ইংরেজী বছরের প্রথম বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়। সে মোতাবেক ৫ জানুয়ারী অধিবেশনের প্রথম দিনে শুরুতেই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভাষণ দেবেন। এছাড়া, শীতকালীন অধিবেশনে দুইটি বিল পেশ করবে ত্রিপুরা সরকার। ত্রিপুরা স্টেইট রাইফেল চতুর্থ সংশোধনী এবং ত্রিপুরা স্টেইট ইন্ট্রোডাকশন গুড এন্ড সার্ভিস টেক্স সপ্তম সংশোধনী বিল আনা হবে। 

এদিন তিনি আরও বলেন, অধিবেশনের প্রথমদিন রাজ্যপালের ভাষণ শেষে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হবে। সম্ভবত শোক প্রস্তাব শেষে ওই দিনের জন্য সভা মুলতবি করা হবে। তবে বিষয়টি সম্পূর্ণই অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত।