ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। প্রয়াত হলেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় জনদরদী বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে এই জন প্রতিনিধি। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। সর্ব ভারতীয় ফুটবল সংস্থ্যার তরফে প্রয়াতের প্রতি শোকজ্ঞাপন করা হলো। কেন না রাজনীতির সঙ্গে সঙ্গে তিনি রাজ্য ফুটবলের সঙ্গে ও জড়িয়ে ছিলেন বিগত বহু বছর ধরে। একটা সময় তো সুরজিৎ দত্ত রাজ্য ফুটবল সংস্থার সভাপতির দায়িত্ব ও সামলেছেন দারুন ভাবে। এ আই এফ এফের তরফে সভাপতি কল্যাণ চৌবে প্রয়াতের পরিবার বর্গের প্রতি তথা ওনার বিদেহী আত্মার প্রতি শোক জ্ঞাপন করলেন।
2023-12-28

