আগরতলা, ২৮ ডিসেম্বর : জাতীয় কংগ্রেসের মহান নেতাদের অনুপ্রেরণা নিয়ে আগামীদিনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সংকল্প বদ্ধ প্রদেশ কংগ্রেস। দেশের মূল কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে অঙ্গীকার নিয়েছে আমরা। আজ কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবসে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
এদিন অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে ভবনে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপালচন্দ্র রায় সহ অন্যান্যরা।
এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন গোপাল চন্দ্র রায়। দলীয় প্রথা উত্তোলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তারপর প্রয়াত নেতৃত্বদের প্রতি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানালেন দলীয় নেতারা। পরবর্তী সময়ে গান্ধীঘাটে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বগণ।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আজ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে। জাতীয় কংগ্রেসের মহান নেতাদের অনুপ্রেরণা নিয়ে আগামীদিনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সংকল্প বদ্ধ প্রদেশ কংগ্রেস বলে জানান তিনি।