লীগে বিধ্বংসী এডি নগরকে হারিয়ে সুপারে চমক এনএসআরসিসি-র

আর সি সি-‌১৪৭/‌৮

এ ডি নগর-‌৮৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। ঘুরে দাড়ালো এন এস আর সি সি। দুরন্ত ভাবে। অনশ ভাটনাগরের অধিনায়কোচিত ব্যাটিংয়ে। পরাজিত করলো এ ডি নগর প্লে সেন্টারকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চাযেত মাঠে অনুষ্ঠিত ম্যাচে এন এস আর সি সি ৬০ রানে পরাজিত করে গ্রুপ লিগে অপ্রতিরোধ্য থাকা এ ডি নগরকে। সকালে টসে জয়লাভ করে আর সি সি-‌র গড়া ১৪৭ রানের জবাবে এ ডি নগর ৮৭ রান করতে সক্ষম হয়। অনশ ভাটনাগর ৭৩ রান করে। সুপার ফোরের প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর এদিন জয় পাওয়ায় লড়াইয়ে টিকে রইলো জয়কিশোর দেববর্মার দল। শুক্রবার প্রগতি প্লে সেন্টারকে পরাজিত করতে পারলে সদরের দ্বিতীয় স্থান দখল করা নিশ্চিত হয়ে যাবে ঋষভ চক্রবর্তীদের। বৃহস্পতিবার শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিলো আর সি সি। বিশেষ করে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শায়ন্তন কর ব্যর্থ হওয়ায়। ওই অবস্থায় দলকে টেনে তোলার যাবতীয় দাযিত্ব নিজের কঁাধে তুলে নেয় অনশ। দুরন্ত ব্যাটিং করে নিজে শুধু অর্ধশতরান করেনি, দলকে লড়াই করার স্কোরে নিয়ে যায়। তিন নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যায় দিনের নায়কটি। ৮৬ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৭৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দীপক ভাটনাগরের ছেলে অনশ। এছাড়া দলের পক্ষে দেবব্রত রুদ্র পাল ৪৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং শাৎভিক ঘোষ ২৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে।দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। এ ডি নগরের পক্ষে দিবাকর মজুমদার ৩১ রানে ৩ টি এবং শুভ্রজিৎ পাল ১৫ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে আর সি সি-‌র বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি এ ডি নগরের ব্যাটসম্যান-‌রা। দল মাত্র ৮৭ রান করতে সক্ষম হয়। দলের হয়ে একমাত্র লড়াই করে অরিত্র রঞ্জন। অরিত্র ৯৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। আর সি সি-‌র পক্ষে তনুজিৎ সাহা ৮ রানে,দেবব্রত রুদ্রপাল ৩০ রানে ৩ টি করে এবং সিদ্ধার্থ দে ১২ রানে ২ টি উইকেট দখল করে।‌