হরিদ্বার, ২৮ ডিসেম্বর (হি. স.) : পুলিশের অভিযান চলাকালীন এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে চালান জারি করেছে পুলিশ।
কোতোয়ালি লাকসার পুলিশ জৈনপুর খুর্দ এলাকা থেকে এনডিপিএসের অধীনে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। পুলিশের হাত থেকে বাঁচতে ওই আসামি প্রতিনিয়ত তার অবস্থান পরিবর্তন করছিল। অভিযুক্তের নাম ইসলাম। সে জৈনপুর খুর্দ থানার কোতোয়ালি লাকসার জেলা হরিদ্বার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

