রাঁচিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন ৪ জন

রাঁচি, ২৮ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই গাড়ি। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগার পর গাড়িটি উল্টে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। রাঁচি পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগামী গাড়ি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে, এরপর উল্টে যায়। গাড়িটি উল্টে ঘটনাস্থলেই চালক-সহ চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয়। এরপর স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন। নিহতরা বরিয়াতু বস্তি ও ওরমাঞ্জির বাসিন্দা। সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক লক্ষ্মী কান্ত জানান, ভোররাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। রাজু সাহ নামে একজনকে নামাতে সুইফট ডিজিয়ার গাড়িতে করে ওরমাঞ্জি যাচ্ছিলেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *