চড়িলাম,প্রতিনিধি, ২৭ ডিসেম্বর : বুধবার শাসকদল বিজেপির যুব মোর্চার সাংগঠনিক বৈঠক ছিল টাকারজলা বেলবাড়ি কমিউনিটি হলে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সভায় তিপ্রা মথা কর্মীদের ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ চালায় বলে অভিযোগ । আক্রমণ বাঁধা দিলে দুই দলের কর্মীদের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে শাসক দলের ছয়জন কর্মী মারাত্মক ভাবে আহত হয়। গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বেলবাড়ি কমিউনিটি হল সহ পুরো টাকারজলা এলাকায়।
জানা গিয়েছে, কয়েকমাস পূর্বেও বেলবাড়ি কমিউনিটি হলে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রদেশ বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরহিত্যে আয়োজিত সভায় তিপ্রা মথা দলের হঠাৎ আক্রমণ চালিয়েছিল।সেই সময় শাসকদলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছিল। বুধবার টাকারজলা বিজেপি মন্ডলের উদ্যোগে বেলবাড়ি কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।
এদিন সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা উঃ জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক প্রীতম সাহা সম্পাদক সৈকত সাহা, টাকারজলা মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা সহ যুব মোর্চার কর্মীরা সাংগঠনিক বৈঠক শুরু হওয়ার সাথে সাথে তিপ্রা মথা কর্মীরা আচমকা সাংগঠনিক বৈঠকে হামলা চালায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রাধাপুর থানার পুলিশ, আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো জিরানিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।যুব মোর্চার কর্মীদের ওপর হামলার খবর পেয়ে আগরতলা জিবিপি হাসপাতালে ছুটে যান মন্ত্রী টিংকু রায়,প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি নবাদল বনিক,সিপাহীজলা জেলা উত্তরের যুব মোর্চার সম্পাদক নির্মল দেববর্মা।
উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিপাহীজলা জেলা উত্তরের যুব মোর্চার সম্পাদক সৈকত সাহা সহ অন্যান্যরা। দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের গ্ৰেপ্তার করে কঠোর ব্যবস্থা গ্ৰহনের দাবি জানিয়েছে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। নাহলে যুব মোর্চার পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে।