নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): গত কয়েক দিন ধরে দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে ঠান্ডার সঙ্গে কুয়াশার দাপট চলছেই। তার জেরে সড়ক, রেলের পাশাপাশি বিমান পরিষেবাতেও প্রভাব পড়ছে। বুধবারও একই পরিস্থিতির কারণে সমস্যায় পড়তে হল সাধারণ মানুষজনকে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে যাওয়ায় দিল্লি বিমানবন্দর থেকে বিমান ওঠানামায় সমস্যা হয়েছে। যার জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।
ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে। নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে অথবা কিছু ট্রেন বাতিল হয়েছে। অনেক ট্রেন দেরিতে স্টেশনে এসে পৌঁছেছে। ভোরের দিকে তো কুয়াশা ছিলই, সকাল যখন ৭.২৫ মিনিট, তখনও কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে খুব কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। কুয়াশার মধ্যেই শীতের দাপটও অব্যাহত রয়েছে রাজধানীতে।