আগরতলা ২৬ ডিসেম্বর : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার দিনক্ষন ঘোষণা হয়েছে। মাধ্যমিকের পরীক্ষা আগামী ২ মার্চ এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী।
এদিন ড.ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা ২ মার্চ থেকে শুরু হবে।পরীক্ষা শেষ হবে ২৩ মার্চ। তিনি আরও জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষা ইংরেজি বিষয় দিয়ে শুরু হবে। উচ্চ মাধ্যমিককের পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ শেষ হবে। এবছর আনুমানিক মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সংখ্যা ৩৮,৫৩৮ জন এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী সংখ্যা ২৭,৬০৮ জন। রাজ্যের বিভিন্ন বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে হওয়ায় এবছর পরীক্ষার্থী সংখ্যা কমেছে। গতবারের তুলনায় এবছর ১০ হাজার পরীক্ষার্থী কমেছে।
তিনি আরও জানিয়েছেন, এই বছর মাধ্যমিক পরীক্ষায় কেন্দ্র রয়েছে ৬৯ টি এবং পরীক্ষা ক্ষেত্র রয়েছে ১৪৪টি। এর মধ্যে ধলাই জেলায় ৭টি কেন্দ্র, ১৩টি ক্ষেত্র এবং ১০৩টি স্কুলে পরীক্ষা হবে। গোমতী জেলায় ৬টি কেন্দ্র, ১৭টি ক্ষেত্র এবং ১২৭টি স্কুলে পরীক্ষা হবে। তেমনি, খোয়াই জেলায় ৩টি কেন্দ্র, ১২টি ক্ষেত্র এবং ১০৯টি স্কুলে পরীক্ষা হবে। উত্তর ত্রিপুরা জেলায় ৬টি কেন্দ্র, ১৯টি ক্ষেত্র এবং ১১৭টি স্কুলে পরীক্ষা হবে। সিপাহীজলা জেলায় ৮টি কেন্দ্র, ২২টি ক্ষেত্র এবং ১৭৯টি স্কুলে পরীক্ষা হবে। দক্ষিণ জেলায় ১০টি কেন্দ্র, ১৯টি ক্ষেত্র এবং ১৬৮টি স্কুলে পরীক্ষা হবে। ঊনকোটি জেলায় ৫টি কেন্দ্র, ১৩টি ক্ষেত্র এবং ৯২টি স্কুলে এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ২৪টি কেন্দ্র, ২৯টি ক্ষেত্র এবং ২০৪টি স্কুলে পরীক্ষা হবে বলে জানিয়েছেন তিনি।
তেমনি, উচ্চ মাধ্যমিকের কেন্দ্র রয়েছে ৬০টি এবং স্থান ৯৮টি। এরই মধ্যে ধলাই জেলায় ৭টি কেন্দ্র, ১০টি ক্ষেত্র এবং ৩৪টি স্কুলে পরীক্ষা হবে। গোমতী জেলায় ৬টি কেন্দ্র, ২২টি ক্ষেত্র এবং ৪৫টি স্কুলে পরীক্ষা হবে। খোয়াই জেলায় ৩টি কেন্দ্র, ৭টি ক্ষেত্র এবং ৩৭টি স্কুলে পরীক্ষা হবে। উত্তর ত্রিপুরা জেলায় ৫টি কেন্দ্র, ১৩টি ক্ষেত্র এবং ৪৬টি স্কুলে পরীক্ষা হবে। সিপাহীজলা জেলায় ৮টি কেন্দ্র, ১৩টি ক্ষেত্র এবং ৬৫টি স্কুলে পরীক্ষা হবে। দক্ষিণ জেলায় ৮টি কেন্দ্র, ১৪টি ক্ষেত্র এবং ৭০টি স্কুলে পরীক্ষা হবে। ঊনকোটি জেলায় ৩টি কেন্দ্র, ৬টি ক্ষেত্র এবং ২৯টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ২০টি কেন্দ্র, ২৩টি ক্ষেত্র এবং ৯৭টি স্কুলে পরীক্ষা হবে বলে জানান তিনি।