নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): করোনার নতুন উপরূপ জেএন.১ ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও এই নতুন উপরূপ দ্রুত ছড়িয়ে পড়ছে। ২৫ ডিসেম্বর, সোমবার পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে মোট ৬৯ জনের শরীরে করোনার এই নতুন উপরূপের সন্ধান মিলেছে। আমেরিকা, চিনের পর এবার ভারতেও জেএন.১ উদ্বেগ বাড়াচ্ছে। শীতের মরসুমে আবার নতুন করে করোনা থাবা বসাতে পারে কি না, জেএন.১ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর পর্যন্ত করোনার নতুন উপরূপ জেএন.১-এ ভারতে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। এর মধ্যে সবথেকে বেশি কর্ণাটকে, সেখানে আক্রান্তের সংখ্যা ৩৪, মহারাষ্ট্রে সংক্রমিত ৯ জন, গোয়ায় ১৪ জন, কেরলে ৬ জন, তামিলনাড়ুতে দু’জন এবং তেলেঙ্গানায় দু’জন জেএন.১-এ সংক্রমিত হয়েছেন।