অযোধ্যায় রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যোগ দেবে না সিপিআই (এম) : বৃন্দা কারাট

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দিরে ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর তা নিয়ে দেশজুড়ে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কিন্তু, রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যোগ দেবে না সিপিআই (এম), মঙ্গলবার এমনটাই জানালেন সিপিআই (এম) নেত্রী বৃন্দা কারাট।

দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃন্দা কারাট বলেছেন, “আমাদের দল অযোধ্যায় রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যোগ দেবে না। আমরা ধর্মীয় বিশ্বাসকে সম্মান করি, কিন্তু তারা একটি ধর্মীয় অনুষ্ঠানকে রাজনীতির সঙ্গে যুক্ত করছে। এটা ধর্মীয় অনুষ্ঠানের রাজনীতিকরণ। এটা সঠিক নয়।”