সর্বভারতীয় ক্বেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল আসিমগ‌ঞ্জের নয় বছ‌রের শা‌কিল


পাথারকান্দি (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : সর্বভারতীয় ইসলা‌মিক ক্বেরাত প্রতি‌যো‌গিতায় চতুর্থ স্থান দখল করেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন আসিমগঞ্জেল অবস্থিত তাঁতিরবন্দ হাফিজিয়া মাদ্রাসার নয় বছ‌রের শিশু-ছাত্র শাকিল হোসেন। এতে বেজায় খু‌শি স্থানীয়রা।

গত ২২, ২৩ এবং ২৪ ডি‌সেম্বর মহারা‌ষ্ট্রের আক্কেল কুয়ারে অনু‌ষ্ঠিত হয়েছে সর্বভারতীয় ইসলা‌মিক ক্বেরাত প্রতি‌যো‌গিতা। এতে গোটা ভার‌তের বি‌ভিন্ন রা‌জ্যের প্রতি‌যোগীরা অংশগ্রহণ করেন। প্ৰতিযোগিতায় চতুৰ্থ স্থান অধিকার করে শা‌কিল নিজের বা‌ড়ি আসার পর তাকে উষ্ণ সংবর্ধনা প্রদা‌নের পাশাপা‌শি তার উজ্জ্বল ভ‌বিষ্য্ত কামনা ক‌রেন বরাকভ্যা ‌লি এমএসএফ-এর কর্মকর্তা এবং স্থানীয় বি‌শিষ্টজ‌নেরা।