রায়পুর, ২৫ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন প্রয়াত ড. সোমবার, অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানালেন বিধানসভার সচিব দীনেশ শর্মা ।
ছত্তিশগড়ে বিধানসভা কমপ্লেক্সের সেন্ট্রাল হলে স্থাপিত তাঁর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পাশাপাশি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্মরণ করলেন।

