BRAKING NEWS

‌Cricket : সদর অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেট সুপার ফোরের লড়াই আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। সুপার ফোরের লড়াই শুরু মঙ্গলবার থেকে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে শক্তিশালী এন এস আর সি সি খেলবে চাম্পামুড়া সি সি-‌র বিরুদ্ধে এবং তালতলা মাঠে প্রগতি প্লে সেন্টার খেলবে এ ডি নগরের বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। গ্রুপ লিগে দুরন্ত খেলে ৪ দল উঠে আসলো সুপার ফোরে। ৪ দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। সুপারের প্রথম লড়াইয়ে ফেভারিট হিসাবেই মাঠে নামবে এন এস আর সি সি এবং প্রগতি পি সি। তবে ওই দুই দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত বাকি দুই দলও । তবে যে দলের ব্যাটসম্যান-‌রা স্কোরবোর্ডে বড় স্কোর গড়তে পারবে সেই দলই জয় পেয়ে মাঠ ছাড়বে। ৪ দলেই বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, যারা যে কোনও সময় ম্যাচের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এন এস আর সি সি তাকিয়ে থাকবে অনশ ভাটনাগর এবং শায়ন্তন করের দিকে। শায়ন্তন ব্যাটের পাশাপাশি উইকেটের পেছনেও দলকে বড় ভরষা দিচ্ছে। প্রগতি তাকিয়ে থাকবে দুরন্ত ফর্মে থাকা উইকেট রক্ষক ব্যাটসম্যান শ্রেষ্ঠাংশু দেব এর দিকে। এছাড়া দলে রয়েছে দেবপ্রিয় দে, যশ দেববর্মা। চাম্পামুড়া তাকিয়ে থাকবে তানিষ্ক চক্রবর্তী, শুভ্রজিৎ চক্রবর্তীর দিকে, তেমনি এ ডি নগর তাকিয়ে থাকবে নীলেশ সূত্রধর, তীর্থ চক্রবর্তীর দিকে। চার দলের কোচ জয় কিসোর দেববর্মা, কর্ণ দেববর্মা, নয়নমনি দেববর্মা এবং খোকন দে সুপারের প্রথম ম্যাচে জয় পাওয়া নিয়ে আশাবাদী। সেই লক্ষে ৪ কোচই তঁার অস্ত্রদের শেষবার শান দিয়ে নেন সোমবার। পাশাপাশি প্রতিপক্ষকে হারানোর ছকও কষে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *