হাফলং (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : ২৮ আসনের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (এনসিএইচএসি)-এর আসন্ন নিৰ্বাচনের জন্য মনোনয়নে ধনবল এবং বাহুবল প্ৰয়োগ হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্ৰেস। আজ রবিবার হাফলঙে দলের জেলা কাৰ্যালয়ে জেলা সভাপতি তথা পরিষদীয় নিৰ্বাচনে হাফলং আসনের প্ৰাৰ্থী আচিং জেমি সাংবাদিক সম্মেলন করে এই কাণ্ডের কঠোর ভাষায় সমালোচনা করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে আচিং জেমি বলেন, ‘আপনারা সবাই জ্ঞাত, কত রক্তাক্ত পরিস্থিতি, কত সংগ্ৰামের পর ডিমা হাসাও জেলায় শান্তি এবং গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠা হয়েছে। একটা সময় সন্ধ্যা হলেই হাফলঙের রাজপথ শূন্য হয়ে যেত। এখন আর সেই পরিস্থিতি নেই। কিন্তু একাংশ মানুষ শান্তির ডিমা হাসাও জেলাকে পুনরায় অশান্ত করার চেষ্টা করছে, এরই পরিপ্রেক্ষিতে সবাই শান্তি চাইছে।’
তিনি বলেন, ‘কংগ্ৰেসের তিন প্ৰাৰ্থীকে শাসক বিজেপি অপহরণ করেছে বলে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচাৰ্য এবং ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার যে অভিযোগ করেছেন, তা যদি সত্য হয়, তবে এ ধরনের ঘটনা গণতন্ত্ৰের জন্য অতি বিপজ্জনক। সময় সময় শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হচ্ছে। এ ধরনের ঘটনা ডিমা হাসাও জেলার শান্তি-সম্প্ৰীতি নষ্ট করবে। জনগণকে বিবেচনা করতে হবে, ভোট কাকে দেবেন।’
আচিং বলেন, ‘আজ প্ৰাৰ্থীকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, কাল সাধারণ জনতার ঘরে ঢুকে ভয়ভীতি প্রদর্শন করা হবে।’
জেলা সভাপতি আচিং জেমি বলেন, ‘জেলা কংগ্ৰেস সভাপতি সমরজিৎ হাফলংবার শনিবার সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, তাঁদের (কংগ্ৰেস) তিন প্ৰাৰ্থীকে মনোনয়নপত্র পরীক্ষা করার সময় জেলা নিৰ্বাচনী কাৰ্যালয়ে বিজেপির পক্ষ থেকে টাকার প্ৰলোভন দেওয়া হয়েছিল। যার দরুন অন্য তিন কংগ্রেস প্ৰাৰ্থী মনোনয়ন প্ৰত্যাহার করে নেন। অৰ্থাৎ কংগ্ৰেসের তিন প্ৰাৰ্থী বিজেপির কাছে বিক্ৰি হয়ে গিয়েছেন। তার অৰ্থ একটাই, দীৰ্ঘদিনের প্ৰচেষ্টার পর ডিমা হাসাও জেলায় যে গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠা হয়েছিল, তা কংগ্ৰেস এবং বিজেপি কালিমালিপ্ত করেছে। টাকার জন্য বিজেপির কাছে কংগ্ৰেস প্রার্থী বিক্ৰি হয়েছেন। তা-থেকে আর লজ্জাজনক ঘটনা কী হতে পারে?’
কংগ্ৰেসের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আচিং জেমি বলেন, ‘কংগ্ৰেসের এহেন কাপুরুষতাকে ধিক্কার জানাই। কংগ্ৰেসের এই কাণ্ডে পুনরায় প্ৰমাণ করেছে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একমাত্ৰ দল হচ্ছে তৃণমূল কংগ্ৰেস। বিজেপির কেউ কোনও ধনবল বাহুবল তৃণমূলের প্ৰাৰ্থীকে প্ৰভাবিত করতে পারবে না। তৃণমূল কংগ্ৰেস ডিমা হাসাও জেলার সাধারণ মানুষের সঙ্গে আছে এবং থাকবে’, সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন আচিং জেমি।