নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৪ ডিসেম্বর : আজ সকালে দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন গোপাল দত্ত নামে এক বৃদ্ধ। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
ঘটনার বিবরণে প্রকাশ, আজ সকালে গোপাল দত্ত চড়িলাম বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
তখনই একটি মারুতি গাড়ি গোপাল দত্তকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে গুরুতর আহত হয়েছেন ষাটোর্ধ ওই ব্যক্তি। যদিও ঘাতক গাড়িটি পালিয়ে যেতে চাইলেও স্থানীয়রা ওই গাড়িটিকে আটক করেছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক। যদিও আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক তাঁকে হাপানিয়ে থেকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত গোপাল দত্তের পায়ের হাড় ভেঙেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পাশাপাশি তাঁর মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর আঘাত লেগেছে। ঘাতক গাড়িটি বিশালগড় থানার হেফাজতে রয়েছে।