অনুপপুর, ২৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শনিবার মধ্যপ্রদেশের অনুপপুর বিজেপি জেলা সভাপতিকে নিজের হাতে জুতা পরিয়ে তাঁর সংকল্প পূরণ করেছেন। অমরকন্টক সফরের দ্বিতীয় দিনে শিবরাজ সিং এই কাজ করেন। বিজেপি জেলা সভাপতি রামদাস পুরি অঙ্গীকার করেছিলেন যে মধ্যপ্রদেশ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি জুতা পড়বেন না।
রামদাস পুরি আবেগপ্রবণ হয়ে পড়েন যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে জুতো পড়িয়ে দেন। যখন তিনি তাঁর পা স্পর্শ করার জন্য নিচু হন শিবরাজ তাঁকে জড়িয়ে ধরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রামদাস পুরির মতো কর্মীরাই দলের শক্তি ও মূলধন। এমন অনুগত ও নিবেদিতপ্রাণ কর্মীদের কারণেই ভারতীয় জনতা পার্টি দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। রামদাস পুরি ৬ বছর ধরে জুতো ছাড়াই জীবনযাপন করছিলেন। দলের সেবায় নিয়োজিত ছিলেন তিনি।
রামদাস পুরি ২০১৭-১৮ সালে প্রতিশ্রুতি নিয়েছিলেন, বিজেপি সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি জুতো পড়বেন না। ২০২৩ সালে যখন ভারতীয় জনতা পার্টির বহুজন সরকার গঠিত হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ রামদাস পুরিকে নিজের হাতে জুতো পড়িয়ে তাঁর সংকল্প পূরণ করেন।