বহিরাজ্যে পাচারের পথে রেল পুলিশের হাতে আটক ২৫ কেজি গাঁজা সহ ২ পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর : রেলপথকে ব্যবহার করে গাঁজার বাণিজ্য অব্যাহত রয়েছে রাজ্যে। যার ফলে রেলস্টেশনগুলিতে বিশেষ করে বাধারঘাট স্টেশনে রেল পুলিশের টহলদারী অব্যাহত রয়েছে। শনিবার সকালে নিয়মমাফিক তল্লাশির সময় সন্দেহজনকভাবে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের থেকে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ।  

ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক জানিয়েছেন, বহিরাজ্যের ট্রেন থাকলে প্রতিদিনই জিআরপি পুলিশ, বিএসএফ জওয়ানরা যৌথভাবে নিয়মমাফিক তল্লাশি করে থাকেন। শনিবার বহিরাজ্যের দুটি ট্রেন ছিল হামসাফর এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।  

সেই অনুযায়ী আজ সকাল থেকেই আরক্ষা দপ্তরের আধিকারিকরা স্টেশনে ছিলেন। তখনই দুই যুবককে স্টেশনে প্রবেশ করতে দেখে পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। আটককৃত যুবকদের ব্যাগ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, দুই যুবকের বাড়ি গোলাঘাটি এলাকায়। তারা শঙ্কর দেবনাথ(২৬) এবং দেবাশীষ দেবনাথ(৩৪) নামে শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তার করে এনডিপিএস ধারায় মামলা নিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

দুই যুবককে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। পুলিশি জিজ্ঞাসাবাদে তাদের থেকে আরও তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য আটককৃত দুই যুবক হামসাফর এক্সপ্রেসে বহিরাজ্যে গাঁজা নিয়ে যাচ্ছিল। আটককৃত গাঁজার বাজার মূল্য আড়াই থেকে তিন লক্ষ টাকা হতে পারে বলে অনুমান।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *