নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর : রাজ্যের বিভিন্নস্থানের স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে নিয়ে ভোলেন্টারী হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার কার্যালয়ে শুক্রবার এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে। ভোলেন্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার সহযোগিতায় এবং গৌহাটিস্থিত শিশুসারথির উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীতার উপর বিশেষ আলোচনা চক্র।
এদিনের আলোচনা পর্বে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, শিশু সারথির প্রজেক্ট কোর্ডীনেটর নবজ্যোতি মেদী এবং ভোলেন্টারি হেলথ এসোসিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার শ্রীলেখা রায় প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণের মাধ্যমে ডাঃ রায় উপস্থিত অতিথি সহ অংশগ্রহণকারীদের বরণ করে নেন এদিন। বর্ণালী গোস্বামী উনার আলোচনায় ভাটের সহযোগিতায় এই অনুষ্ঠানের সময়োপযোগীতার গুরুত্ব ব্যাখ্যা করে সফলতা কামনা করেন।টেকনিক্যাল সেশনে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিশু সারথীর পক্ষে নবজ্যোতি মেদী এবং অন্যান্য প্রশিক্ষকরা। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দিব্যাঙ্গজনদের নিয়ে কাজ করে চলেছে এমন কুড়িটি সংগঠনের প্রতিনিধিরা আজকের আলোচনা চক্রে উপস্থিত থাকায় গোটা অনুষ্ঠান স্বতঃস্ফূর্ততায় পূর্ণতা লাভ করে।

