প্রশ্নপত্র ফাঁস, স্থগিত পরীক্ষা 

আগরতলা, ২২ ডিসেম্বর: প্রি-বোর্ড পরীক্ষার দশম শ্রেনির প্রশ্নপত্র ফাঁস হওয়ায় দ্বাদশের বাংলা পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিদ্যালয়শিক্ষা দপ্তর। হয়তো, ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা থেকেই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, স্কুল শিক্ষার ক্ষেত্রে সমালোচনার অধ্যয় বিরাট। রাজ্যে পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র পরীক্ষার্থীর হাতে পৌঁছানো নতুন বিষয় নয়। এবারও প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্ন পরীক্ষার্থীদের কাছে পৌঁছে গিয়েছে। দুই হাজার টাকা দরে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সারা রাজ্যে এখন একই কেন্দ্রীয় প্রশ্নে সরকারি স্কুলগুলিতে পরীক্ষা হয়। প্রি-বোর্ড পরীক্ষা তার বাইরে নয়। ফলে, দশম শ্রেণির প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া মানে সব স্কুলে একই ব্যাপার ঘটেছে বলে ধারণা উড়িয়ে দেওয়া যায় না। তাই সম্ভবত দ্বাদশ শ্রেনীর বাংলা পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

শিক্ষা দফতর এক বিবৃতি জারি করে জানিয়েছে, বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে নেই এমন সরকারী অনুদানপ্রাপ্ত এবং বেসরকারী বিদ্যালয়গুলিতে দ্বাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরর্বতীতে দিনক্ষন ঘোষণা করা হবে।