নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার দিল্লির যন্তরে মন্তরে সংসদ থেকে সাংসদদের বরখাস্ত করার প্রতিবাদে “গণতন্ত্র বাঁচাও” বিক্ষোভে অংশ নেন খাড়গে। বিক্ষোভ কর্মসূচি থেকে কংগ্রেস সভাপতি বলেছেন, “আমাদের সংবিধানে সবার বাক স্বাধীনতা রয়েছে। আমরা যখন নোটিশ দিই (সংসদে) তখন আমাদের নোটিশ পড়ার সুযোগও দেওয়া হয় না। তাহলে আমি কি বলব, বিজেপি সরকার একজন দলিতকে কথা বলতে দিচ্ছে না?”
খাড়গে আরও বলেছেন, “আপনারা আমাদের কথা বলার অধিকার কেড়ে নিতে পারবেন না। এই স্বাধীনতা আমাদের দিয়েছিলেন জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী। আপনারা বিরোধী সাংসদদের বরখাস্ত করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইন পাস করেন..আমাদের একসঙ্গে লড়াই করতে হবে।”
এই বিক্ষোভ কর্মসূচি থেকে এনসিপি প্রধান শরদ পওয়ার বলেছেন, “গণতন্ত্রকে বাঁচাতে আমরা যে কোনও মূল্য চোকাতে প্রস্তুত।”

