সংসদে বিরোধীদের কন্ঠ স্তদ্ধ করে দিতে ১৪৬ জন সাংসদকে বহিষ্কার গণতন্ত্রের কলঙ্কিত অধ্যায় : জিতেন্দ্র

আগরতলা, ২২ ডিসেম্বর: সংসদে বিরোধীদের কন্ঠ স্তদ্ধ করে দেওয়ার জন্য ১৪৬ জন সাংসদকে গোটা অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে। তা একটি নজিরবিহীন ঘটনা।ভারতীয় গণতন্ত্রের জন্য কলঙ্কিত অধ্যায়। আগরতলার একটি প্রতিবাদী সভায় একথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, বিরোধী দলের সাংসদদের বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি।তাঁর কথায়, ২০ হাজার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সংসদ ভবনে একই দিনে  ২২ বছর পর সন্ত্রাসীদের দ্বারা হামলার পুনরাবৃত্তি ঘটেছে। আগামীদিনে সাংসদের নিরাপত্তার জন্য এটি বিরাট ত্রুটি তা প্রমাণিত হয়েছে।

তাঁর কটাক্ষ, কালো টাকা ব্যবহার করে কিছু কিছু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু গত ১০ বছরে দেশে বেকারত্ব, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, কৃষকদের আত্মহত্যা আরও বেশি চড়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ২৮টি রাজনৈতিক দলের ব্লক সারা দেশে প্রতিবাদী আন্দোলন তৈরি করছে। সিপিএমের ৪টি দল সিপিআইএমেল সহ ৫ টি বামপন্থী দল আগরতলায় মিছিল ও সভার আয়োজন করেছে।