লোয়াইর‌পোয়া সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে বসবাসরতদের উচ্ছেদ নো‌টিশ

পাথারকা‌ন্দি (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : পাথারকা‌ন্দির তিলভূম সংর‌ক্ষিত বনাঞ্চ‌লের পর এবার লোয়াইর‌পোয়া ফ‌রেস্ট রে‌ঞ্জের সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে বসবাসরত জনগ‌ণের না‌মে উচ্ছেদ নো‌টিশ বি‌লি শুরু করেছে স্থানীয় বন বিভা‌গ। এতে চাঞ্চল্য‌ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে বনভূ‌মি‌তে বসবাসরতদের ম‌ধ্যে।

জানা গে‌ছে, দে‌শের সু‌প্রিম কো‌র্টের নি‌র্দেশে ধা‌পে ধা‌পে সংর‌ক্ষিত বনাঞ্চল বেদখলমুক্ত কর‌তে নি‌র্দেশ জা‌রি ক‌রে চল‌ছে। ইতিমধ্যে বেশ ক‌য়েক দফায় উচ্ছেদ অভিযান চ‌লেছে গোটা রাজ্যের সঙ্গে ক‌রিমগঞ্জ জেলার বি‌ভিন্ন সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে। এরই পরিপ্রেক্ষিতে গত তিন‌দিন ধ‌রে পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার লোয়াইর‌পোয়া ফ‌রেস্ট রেঞ্জের বাদশা‌হী রিজার্ভ ও লঙ্গাই ‌রিজা‌র্ভে বসবাসরত বা‌সিন্দা‌দের ম‌ধ্যে বন বিভা‌গের প‌ক্ষে উচ্ছেদ নো‌টিশ বি‌লির খবর পাওয়া গে‌ছে।

এতে একাংশ জনগণ নো‌টিশ গ্রহণ কর‌লেও অনে‌কে নো‌টিশ গ্রহ‌ণে অনীহা প্রকাশ ক‌রে‌ছেন ব‌লেও বিশ্বস্ত সূ‌ত্রে জানা গে‌ছে। এ ব্যাপারে বিভাগীয় প‌ক্ষে কোনও মন্তব্যে পাওয়া না গে‌লেও নো‌টিশ প্রাপক‌দের একাংশ জানান, ইতিম‌ধ্যে প্রায় কু‌ড়িজনের হা‌তে এই নো‌টিশ ধ‌রি‌য়ে দি‌য়ে‌ছে বন বিভাগ। নোটিশের এই তা‌লিকায় শতা‌ধিক ব্যক্তির নাম থাকার খবর পাওয়া গে‌ছে।

জা‌রিকৃত নো‌টি‌শে আগামী তিন দি‌নের ম‌ধ্যে বনাঞ্চ‌লে বসবাসরত‌দের নি‌জে‌দের কা‌ছে থাকা কাগজপত্র দর্শা‌তে বলা হ‌য়ে‌ছে। নতুবা তারা যেন আগা‌মী দশ দি‌নের ম‌ধ্যে নিজে থে‌কে বনাঞ্চল ছে‌ড়ে অন্যত্র চ‌লে যান। যারা সরকা‌রি এই নির্দেশ মান‌বেন না তা‌দের বিরু‌দ্ধে বিভাগ নিজ থে‌কে আইনি ব্যবস্থা নি‌তে বাধ্য‌ হ‌বে। এমন নো‌টিশ পে‌য়ে অনেকে চো‌খে সর্ষে ফুল দেখ‌ছেন। বিষয়‌টি নি‌য়ে আত‌ঙ্কিত জনগণ জেলাশাসক, ডিএফও, সার্কল অফিসার সহ বিধায়‌কের স্মরণাপন্ন হবেন ব‌লে জানা গে‌ছে।