ছত্তিশগড়ে মন্ত্রিসভা সম্প্রসারিত, মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৯ বিজেপি বিধায়ক

রায়পুর, ২২ ডিসেম্বর (হি.স.): মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। শুক্রবার ছত্তিশগড়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৯ জন বিজেপি বিধায়ক। রাজভবনে আয়োজিত এক শপথগ্রহণ অনুষ্ঠানে ৯ জন বিজেপি বিধায়ক শপথবাক্য পাঠ করেছেন। রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন এদিন ৯ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান।

এই ৯ জনের মধ্যে ৫ জন এ বছর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন। এই ৯ মন্ত্রীর মধ্যে ব্রিজমোহন আগরওয়াল, রাম বিচার নিতম, দয়াল দাসবাঘেল, কেদার কাশ্যপ, লখনলাল, দেবাঙ্গন, শ্যামবিহারী জয়শওয়াল, ও পি চৌধুরী, লক্ষ্ণীরাজওয়ালে প্রমুখ রয়েছেন। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এবং দুই উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও এবং বিজয় শর্মা ইতিমধ্যে ১৩ ডিসেম্বর শপথ নিয়েছেন। মন্ত্রিসভা সম্প্রসারণের পর রাজ্যে ১২ জন মন্ত্রী রয়েছেন। মন্ত্রীর একটি পদ এখনও শূন্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *