আহমেদাবাদ, ২২ ডিসেম্বর (হি. স.) : সরকারি স্কুলে ৬ থেকে ৮ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শ্রীমদ ভগবদ গীতা শেখানোর ঘোষণা করেছে গুজরাট সরকার। আম আদমি পার্টির (আআপ ) গুজরাট রাজ্য সভাপতি ইসুদান গাধভি গুজরাট সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, সরকার দেড় বছর আগে পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত করার কথা বলেছিল, কিন্তু এখন নির্বাচনের আগে তা করতে যাচ্ছে। গাধভিবলেন, শিক্ষার্থীদের গীতা শেখানোর সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের সংস্কৃতি এবং শিশুদের সার্বিক বিকাশের জন্য ভালো।