কনকনে শীতে কাঁবু কাশ্মীর উপত্যকা, জমে বরফ হয়ে যাচ্ছে লেহ ও কার্গিল

শ্রীনগর, ২২ ডিসেম্বর (হি.স.): ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। কাঁপুনি দিয়ে ঠান্ডা তো বটেই, উপত্যকার বেশ কয়েকটি জায়গায় শূন্যাঙ্কের অনেকটাই নীচে রয়েছে। প্রবল শীত আর বরফে ঢেকেছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। ঠান্ডায় জমে বরফ হয়ে যাচ্ছে লাদাখের লেহ থেকে কার্গিল, হাড় হিম করা ঠান্ডা পড়েছে দ্রাসে। ঘর-বাড়ি, গাছ সবকিছুতে ধীরে ধীরে বরফ জমে যাচ্ছে।

এ মুহূর্তে সবথেকে শীতলতম স্থান লেহ, কার্গিল ও দ্রাস। শীত কোনও অংশে কম নেই শ্রীনগর, গুলমার্গ এবং পহেলগামেও। রাতের তাপমাত্রা সর্বত্রই হু হু করে নামছে। শুক্রবারও প্রবল শীতের মধ্যেই ঘুম ভাঙল উপত্যকার বাসিন্দাদের। কনকনে শীতের কারণে সকালের দিকে রাস্তায় মানুষের আনাগোনা কমেছে। জমজমাট শীতে কাঁপছে জম্মুও। সেখানেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। এই শীতের প্রকোপ এখনই কমবে না, বরং আরও বাড়তে পারে। পাশাপাশি ২১ ডিসেম্বর থেকে কাশ্মীরে শুরু হয়েছে ৪০-দিন ব্যাপী ‘চিল্লাই কালান’।