সাপের কামড়ের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত প্রজ্ঞা ভবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর : সাপের কামড়ের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ প্রজ্ঞাভবনে। জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত স্নেকবাইট প্রিভেনশান অ্যান্ড কন্ট্রোল (এসবিপিসি) এর অধীনে এই এক প্রশিক্ষণ কর্মসূচি তথা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় সাপের কামড়ের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিএমসি ভেলোর এর ক্লিনিক্যাল  টক্সিওলজি ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রভিকার রালফ। এছাড়াও উপস্থিত অতিথিগণ সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এদিন। সাপের কামড়ের পর রোগীকে ওঝা ও হাতুড়ে বৈদ্য প্রভৃতির কাছে না নিয়ে গিয়ে নিকটবর্তী হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার জন্য জনগণকে জাগ্রত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা দিলীপ কুমার চাকমা, আইএএস, যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শীর্ষেন্দু চাকমা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকারের উপঅধিকর্তা ডাঃ জুবিলি দেববর্মা, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) সুব্রত বৈদ্য, স্টেট নোডাল অফিসার ডাঃ অন্তরা বণিক প্রমুখ।