শিলিগুড়ি, ২১ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়িতে পর্যটকের খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করল ভক্তিনগর থানার পুলিশ। ১৭ তারিখ বালুবাহাদুর ছেত্রী নামে গ্যাংটকের এক পর্যটক শিলিগুড়ি এসে তাঁর মোবাইলটি হারিয়ে ফেলেন।
টোটোয় করে সেবক রোডের দিকে যাচ্ছিলেন ওই পর্যটক। টোটো থেকে নেমে তিনি দেখেন মোবাইলটি তাঁর কাছে নেই। এরপর পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই টোটোর খোঁজ পায়। টোটোর চালককে আটক করা হয়। চালক জানিয়েছেন, তিনিও মোবাইলটি দেওয়ার চেষ্টা করছিলেন। এরপর খোয়া যাওয়া মোবাইলটি উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার ওই পর্যটকের হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি পর্যটকও।