আগরতলা, ২১ ডিসেম্বর: সাত সকালে ঘর থেকে গায়েব দেড় মাসের পুত্র সন্তান। আজ সকালে ওই ঘটনায় ওএনজিসি কাঞ্চনপল্লী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে আমতলী থানার পুলিশ। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।
মা পূর্নিমা দাস জানিয়েছেন, আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ ঘরের বাইরে কাজ করতে যাওয়ার আগে বাচ্চা ঘুমিয়ে ছিল। পর্রবতী সময়ে ঘরে ফিরে এসে তিনি দেখতে পেয়েছেন বিছানায় বাচ্চা নেই। তাঁর দুই সন্তান। একসন্তান ঘরেই ছিল কিন্তু আরেকজন নেই। বাচ্চাকে ঘরে দেখতে না পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা জড়ো হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছেন।

