হাফলং (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনে ডিমা হাসাও জেলা বিজেপিতে টিকিট বণ্টন নিয়ে দলে যে সংঘাতের সৃষ্টি হয়েছে তা ঠিক করতে এবার মাঠে নেমেছেন দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপিতে সৃষ্ট টিকিট কেন্দ্রিক সংঘাত রুখতে পরিষদের বর্তমান কার্যনির্বাহী সদস্য তথা লাংটিং আসনে বিজেপির প্রার্থিত্বের দাবিদার গলোঞ্জ থাওসেনকে ডিমা হাসাও জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এবারের উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনে বিজেপির টিকিট থেকে বঞ্চিত হয়েছেন পরিষদের বর্তমান সদস্য বিজিৎ লাংথাসা, গলোঞ্জ থাওসেন, রাঙ্গালুংবে জেমি, পরিষদের বর্তমান উপাধ্যক্ষ বিমল হোজাই সহ দলের বহু পুরনো নেতা। বিজেপির টিকিট না পেয়ে অনেক নেতা এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই দলের টিকিট বঞ্চিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। টিকিট বঞ্চিত অনেক বিজেপি নেতা পদত্যাগ করেছেন দল থেকে। এবার এই ধস সামাল দিতে ময়দানে নেমেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
জানা গেছে, বিজেপি দলে ধস আটকাতে ওই সব নেতাদের লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এবার লাংটিং আসনে বিজেপির প্রার্থিত্বের দাবিদার গলোঞ্জ থাওসেনের ক্ষোভ প্রশমিত করতে প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতা এক বিজ্ঞপ্তিযোগে তাঁকে ডিমা হাসাও জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিযুক্তি দিয়েছেন।