দাসপুর, ২১ ডিসেম্বর (হি.স.): পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত নুনিয়াগোদা এলাকায় রুপোর গয়না তৈরির দোকানে গ্যাসের ক্যান বিস্ফোরণে ৭ জন কারিগর আহত হয়েছেন। বুধবার রাত ৮টা নাগাদ ওই বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কারিগররা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার রসকুন্ড এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রুপোর গয়না তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় গ্যাসের ক্যান বিস্ফোরিত হয়। আহতদের সঙ্গে সঙ্গে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ।
আহত শ্রমিকরা জানান, কারখানার ভেতরে গ্যাস ভর্তি ছোট ছোট অনেক সিলিন্ডার ছিল। হঠাৎ করেই তা বিস্ফোরিত হয়।

