নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে উপহাস ও নকল করার জন্য কংগ্রেস ও তাঁদের সহযোগীদের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, কংগ্রেস ও তাঁদের সহযোগীরা উপ-রাষ্ট্রপতিকে অপমান করতে কোনও কিছু বাকি রাখেনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন অনুরাগ ঠাকুর।
বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “রাষ্ট্রপতির পরে দেশে উপ-রাষ্ট্রপতির পদ আসে এবং কংগ্রেস ও তাঁদের সহযোগীরা তাঁকেও অপমান করতে কোনও কিছু বাকি রাখল না। এটি সংবিধান বিরোধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী অথবা মল্লিকার্জুন খাড়গে কেউই এর নিন্দা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। উপরাষ্ট্রপতির অপমান কি স্বাভাবিকভাবে নেওয়া উচিত?

