রাঁচি, ২০ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচিতে বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতোর বাড়ির সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, বুধবার সকালে রাঁচির গোন্ডা থানা এলাকার কাঁকে রোডে অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতোর বাড়ির নিকটবর্তী একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দমকলে খবর দেয়। দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের কারণে কাঁকে রোডে যাতায়াতকারী গাড়ি চলাচলের সমস্ত রুট ঘুরিয়ে দেওয়া হয়।

