ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।। সাক্ষাৎকার সৌজন্যমূলক। তার পাশাপাশি কিছু দাবি-দাওয়া মঞ্জুরের আর্জিও জানানো হয়। ত্রিপুরার রেফারি এসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যত ত্রিপুরা রেফারি এসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক সহ বেশ কজন সদস্য রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সকাশে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়ে একাধিক দাবির কথা উল্লেখ করেন। প্রথমত, ত্রিপুরা সরকারের অধীনে শারীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেফারিদের অগ্রাধিকার দেওয়া। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরে উদ্যোগে তথা ত্রিপুরা সরকারের সাহায্যে নতুন রেফারি তুলে আনার স্বার্থে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবির ব্যবস্থাপনা করা। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অবস্থিত রেফারি অ্যাসোসিয়েশনের অফিস ঘরটি জীর্নদশায় রয়েছে। এ অবস্থায় অফিস গৃহে বসে কাজ করা ভীষণ কষ্টকর হচ্ছে। সংস্থার আবেদন রয়েছে এই অফিস ঘরটি মেরামত করার ব্যবস্থা করে দেওয়ার জন্য। ত্রিপুরা রেফারি এসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানান।
2023-12-19