আগরতলা, ১৯ ডিসেম্বর : দেশী মদের দোকানে খোলার প্রতিবাদে সরব হয়েছেন এলাকাবাসী। এরই প্রতিবাদে উত্তর জেলার কদমতলা রানী বাড়ি সড়কের সরসপুর এলাকায় পথ অবরোধ করেন এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
জনৈক এলাকাবাসীর অভিযোগ, উত্তর জেলার কদমতলা রানী বাড়ি সড়কের সরসপুর এলাকা শান্তিপ্রিয় এবং ঘনবসতি। তাছাড়া পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সম্প্রতিকালে দেখা যাচ্ছে দেশী মদের দোকান খোলার জন্য ঘর তৈরির কাজ চলছে। পাশাপাশি এলাকায় স্কুলের পাশেই আবর্জনার ডাম্পিং স্টেশন করা হয়েছে। আবর্জনার দুর্গন্ধে সবার দমবন্ধকর অবস্থা হচ্ছে। আরও অভিযোগ, এ বিষয়ে এলাকবাসীর পক্ষ থেকে দোকানের কর্তৃপক্ষকে বন্ধ করার জন্য আবেদন জানানো হলে কর্ণপাত করেননি তাঁরা । অবশেষে আজ বাধ্য হয়ে পথ অবরোধে বসেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেপ্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।তাঁরা অবরোধকারীদের সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।