হায়দরাবাদ, ১৯ ডিসেম্বর (হি.স.): ভবিষ্যতের জন্য পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের কথা মাথায় রাখতে হবে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার হায়দরাবাদ পাবলিক স্কুল সোসাইটির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন রাষ্ট্রপতি। নিজ বক্তৃতায় রাষ্ট্রপতি বলেছেন, “এটা নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীরা শুধু একাডেমিক জ্ঞানই অর্জন করবে না বরং জীবন দক্ষতাও শিখবে।”
শিশুদের জীবনে কিছুটা আবেগ থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, তাঁদের এমন কাজের জন্য সময় বের করতে হবে যা তাদের সুখ এবং সন্তুষ্টি দেয়। সেই কাজটি করে তারা যে ইতিবাচক শক্তি পায় তা অন্যান্য কাজ করার ক্ষমতাও বাড়িয়ে দেবে। হায়দরাবাদ পাবলিক স্কুলের ১০০ বছরের যাত্রায় শিক্ষার্থীদের চমৎকার শিক্ষা দেওয়ার জন্য গোটা টিমের প্রশংসা করেন রাষ্ট্রপতি।