‘দেশের জন্য দান করুন’ অভিযানের সূচনা করল কংগ্রেস, খাড়গে বললেন গান্ধীজিও অনুদান নিয়েছিলেন

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): অভিনব ‘দেশের জন্য দান করুন’ অভিযানের সূচনা করল কংগ্রেস। সোমবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই অভিযানের সূচনা করেছেন। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দলের জন্য ফান্ড সংগ্রহের স্বার্থে এই অভিযানের সূচনা করেছে কংগ্রেস। এই অভিযানের সূচনা করার পর খাড়গে বলেছেন, “এই প্রথমবার দেশের জন্য মানুষের কাছে অনুদান চাইছে কংগ্রেস। যদি আপনি শুধুমাত্র ধনী ব্যক্তিদের উপর নির্ভর করে কাজ করেন, তাহলে আপনাকে তাঁদের নীতি অনুসরণ করতে হবে… স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধীও জনগণের কাছ থেকে অনুদান নিয়েছিলেন।”

‘দেশের জন্য দান করুন’ – উদ্যোগটি কংগ্রেসের অনলাইন ক্রাউডফান্ডিং প্রয়াস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন বলেছেন, “দেশের জন্য দান-এর মাধ্যমে আমরা সাধারণ মানুষের সাহায্য নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব। কংগ্রেস সবসময় সাধারণ মানুষের সাহায্য পেয়েছে। মহাত্মা গান্ধীও দেশবাসীর সহযোগিতায় দেশের স্বাধীনতা অর্জন করিয়েছিলেন। সারা দেশে এই অভিযান চালানো হচ্ছে, যাতে মানুষজন এগিয়ে আসছেন এবং দেশের জন্য দান করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *