কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে চলতি মাসে তৃতীয় বারের জন্য ডেকে পাঠাল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। আগামী ২২ ডিসেম্বর সিআইডির সদর দফতর ভবানী ভবনে প্রতাপচন্দ্র দে-কে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, সোমবার সিআইডি সূত্রে জানা গিয়েছে, তাঁর মোবাইল ফোনটিও লক খুলে জমা দিতে বলা হয়েছে সিআইডির কাছে!
বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে পেশায় একজন আইনজীবী। এক বৃদ্ধা তাঁর বিরুদ্ধে সম্পত্তি বিবাদ সংক্রান্ত একটি মামলায় প্রভাব খাটানোর অভিযোগে নালিশ ঠুকেছিলেন। অভিযোগকারিণী জানিয়েছিলেন, তাঁর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় বিবাদী পক্ষের আইনজীবী হলেন প্রতাপচন্দ্র দে। যেখানে অন্যায়ভাবে তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং উচ্ছেদ করার অভিযোগ নিয়ে মামলা করেছিলেন তিনি, সেই মামলাতেই তদন্তকারীদের উপর প্রভাব খাটানোর অভিযোগ করেছিলেন বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে।
সেই অভিযোগের ভিত্তিতে প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ভিত্তিতেই গত ১ ডিসেম্বর ভবানী ভবনে তাঁকে তলব করেছিল সিআইডি। সেদিন সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় প্রতাপচন্দ্র দে-কে। এরপর শনিবার ফের ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। ওই দিন ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বিচারপতি সিনহার স্বামীকে। তারপর আবার আগামী ২২ তারিখ ডেকে পাঠানো হল তাঁকে।
উল্লেখ্য, প্রতাপচন্দ্রের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেও দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা এ কথাও বলেছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও অতিরিক্ত পদক্ষেপ করা যাবে না। তবে সেসবের বাইরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত।
বিচারপতি সঞ্জীব খান্না এবং এলভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রতাপচন্দ্রের বিরুদ্ধে তদন্ত শেষ হলে মুখ বন্ধ খামে করে সেই তথ্য আদালতে পেশ করতে হবে সিআইডিকে।