BRAKING NEWS

বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে অন্ধ্র ঝড়েও বিধ্বস্ত ত্রিপুরা

ত্রিপুরা-‌১০৬ & ২২

অন্ধ্রপ্রদেশ-‌১২০ &‌ ১০/‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। টানা চতুর্থ ম্যাচে পরাজিত ত্রিপুরা। জঘন্য ব্যাটিংয়ের খেসারত দিয়ে হারলো রাজ্যদল। অথচ ত্রিপুরাকে লড়াইয়ে ফিরিয়েছিলো প্রথম দিনই রিয়াদ হুসেন। দ্বিতীয় ইনিংসে ২২ গজে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা লুটিয়ে পড়তেই অন্ধ্রপ্রদেশের জয় সহজ হয়ে যায়। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। গুয়াহাটির যোগি রোডের আইকন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৯ উইকেটে। ১৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা গুটিয়ে যায় মাত্র ২২ রানে। ৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশ ১ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয রান তুলে নেয়। প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে রবিবার দ্বিতীয় দিনে ব্যাট হাতে মাঠে নেমেই ২২ গজে লুটিয়ে পড়ে ত্রিপুরার ব্যাটসম্যান‌-‌রা। ত্রিপুরার কোনও ব্যাটসম্যান উইকেট টিকে থাকার মানসিকতা দেখাতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করে শঙ্খনীল সেন গুপ্ত। অন্ধ্রপ্রদেশের পক্ষে এন রাজেশ ১১ রানে এবং আর্চিতাপুরম ওয়ালা কুল্লাপ্পা ৭ রানে ৫ টি করে উইকেট দখল করেন। ৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশ ১.‌৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। জি দেবপ্রমোদ ৪ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরা আসরে ৪ ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়। ২১-‌২৩ ডিসেম্বর আসরে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *