ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ১৭ ডিসেম্বর।। ধর্মনগর কলেজ ক্রিকেট গ্রাউন্ডে আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দৃষ্টিহীনদের জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। নাগেশ ট্রফি ষষ্ঠ সংস্করণ হিসেবে এই টুর্নামেন্টের এফ পর্বের ছয়টি লীগ ম্যাচ অনুষ্ঠিত হবে ধর্মনগরে। এতে স্বাগতিক ত্রিপুরা সহ অংশ নেবে আসাম, মনিপুর ও ছত্রিশগড়। সীমিত ওভারের দৃষ্টিহীনদের এই ক্রিকেট টুর্নামেন্ট এর আগেও রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের এই টুর্নামেন্টকে সফল করে তুলতে যাবতীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ২৩শে ডিসেম্বর সকাল ৯ টায় জাতীয় স্তরের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও থাকবেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রত্যুষ রঞ্জন দে, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমূখ। ধর্মনগরে আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশ নেবে স্বাগতিক ত্রিপুরা ও মনিপুর। একই দিন দ্বিতীয় ম্যাচে লড়বে আসাম ও ছত্রিশগড়। ঘোষিত সূচি অনুযায়ী ২৪ শে ডিসেম্বর সকালে আসাম বনাম মনিপুর এবং দুপুরে ত্রিপুরা বনাম ছত্রিশগড়। ২৫শে ডিসেম্বর প্রথম ম্যাচে লড়বে মনিপুর ও ছত্রিশগড় এবং দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ও আসাম। ত্রিপুরা দলের অংশগ্রহণকারী ক্রিকেটারদের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে ক্রিকেট এসোসিয়েশন ফর দা ব্লাইন্ড ইন ত্রিপুরা। ঘোষিত রাজ্যের দৃষ্টিহীন ক্রিকেটাররা হলেন অধিনায়ক সুকান্ত সরকার, সহ অধিনায়ক অজয় দে, সৌরভ সূত্রধর, সাগর কুমার দাস, মহম্মদ আমজাদ হোসেন, রঞ্জন দে, বিশ্বজিৎ দেবনাথ, রাজেন্দ্র পুনরিয়া, প্রসেনজিৎ দেবনাথ, নিশিকান্ত মালাকার, কুশ শীল, সুশান্ত নমঃ, জনি ঋষিদাস ও অর্পণ কুমার দাস। রাজ্য দলের কোচ সঞ্জয় ধন ভৌমিক ও ম্যানেজার সজল দাস। এদিকে রাজ্যভিত্তিক দৃষ্টিহীন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। মহামতি লুইস এর ২১৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির ব্যবস্থাপনায় এই রাজ্যভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাঁচ রাউন্ডের। প্রতিযোগিতায় যে সমস্ত দৃষ্টিহীন দাবারু অংশ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ২০ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় এর বিপরীতে উজ্জয়ন্তু মার্কেটের উপর তলায় লায়ন্স ক্লাবের অফিস কক্ষে যোগাযোগ করতে হবে।
2023-12-17