BRAKING NEWS

বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য প্রধানমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পের আরও সচেতনা বাড়ানো: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা

আগরতলা, ১৭ ডিসেম্বর: বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন, উজ্জলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুদ্রা লোন, কৃষক সম্মান নিধি সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে আরও সচেতনতা বাড়ানো এবং প্রান্তিক অংশের মানুষের এই সুবিধাগুলো পৌঁছে দেওয়া।আজ সিপাহিজলা জেলার বিশালগড় আর ডি ব্লকের বাইদ্যারদীঘীতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানের একথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বাড়াতে একমাত্র লক্ষ্য।

তাঁর কথায়, ভ্রাম্যমাণ আ ই সি ভ্যান তথা মোদী গ্যারান্টির গাড়ি মানুষের সুযোগ সুবিধা পৌঁছে দিতে গ্রামে গ্রামে যাচ্ছে ।

তিনি আরও বলেন,ত্রিপুরায় এখন পর্যন্ত মোট সাড়ে ৪ লাখের উপর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *