ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চতুর্থবারের মতো অরুণকান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তা ত্রিপুরা টেনিস এসোসিয়েশন। বালিকা বিভাগে ঋত্বিকা দাস চ্যাম্পিয়ন হয়েছে। বালক বিভাগে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে ক্রিস্টাল সরকার। বালিকা বিভাগের ফাইনাল ম্যাচে ঋত্বিকা দাস ৬-৪, ৬-২ সেটে অভিপ্সা রায় কে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। বিজিত অভিপ্সা পেয়েছে রানার্স ট্রফি। এর আগে প্রথম সেমিফাইনালে অভিপ্সা রায় ৮-০ সেটে দিয়া দেববর্মাকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। দ্বিতীয় সেমিফাইনালে ঋত্বিকা দাস ৮-৬ সেটে অভিষিক্তা চৌধুরী কে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পেয়েছে।। বালক বিভাগের ফাইনালে ক্রিস্টাল সরকার ৬-১ ও ৬-২ সেটে সৃজন পুরকায়স্থকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। বিজিত সৃজন পেয়েছে রানার্স আপ খেতাব। এর আগে প্রথম সেমিফাইনালে ক্রিস্টাল সরকার ৮-০ সেটে অরুন চক্রবর্তী কে হারিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনালে সৃজন পুরকায়স্থ ৮-৭ সেটে এবং টাই ব্রেকে ৭-২ এ আয়ুশ মিত্তাল কে হারিয়ে ফাইনালে উঠেছিল। মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে আজ, রবিবার দিনভর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিকেলে এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সংস্থার সভাপতি বিধান রায়, সহ-সভাপতি তড়িৎ রায়, প্রণব চৌধুরী, সেক্রেটারি সুজিত রায়, জয়েন্ট সেক্রেটারি অরূপ রতন সাহা, চিনময় দেববর্মা, কার্যকরী সদস্য অমিয় কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারের টুর্নামেন্টেও বালক ও বালিকা বিভাগের সিঙ্গেলসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চীফ আম্পায়ার প্রণব চৌধুরী প্রতিযোগিতা পরিচালনা করেন। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2023-12-17